Search

Suggested keywords:

হেরেও গোল পার্থক্যে এগিয়ে থেকে সুপার সিক্সে মহামেডান স্পোর্টিং

হেরেও গোল পার্থক্যে এগিয়ে থেকে সুপার সিক্সে মহামেডান স্পোর্টিং

বুধবার ইস্টবেঙ্গল এরীয়ান মাঠে  মেসারাস ক্লাব ২-১ গোলে হারালো মহামেডান স্পোর্টিং কে। মেসারাসের হয়ে গোল দুটি মহম্মদ ফিরোজ খান। মহামেডানের গোলটি লালগাইসাকার। এর আগে রবিবার বৃষ্টির জন্য এই ম্যাচটি মাঝ পথেই স্থগিত হয়ে যায়। তখন মহামেডান ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। এদিন হেরে যাওয়া স্বত্তেও গোল পার্থক্য এ খিদিরপুর ক্লাবকে পিছনে ফেলে এ গ্রুপ থেকে ডায়মন্ড হারবার এফসি, সুরুচি সংঘের পর তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে জায়গা করে নিলো গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব।

Powered by Froala Editor