অনূর্ধ্ব চোদ্দ আন্ত জেলা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের খেলা যত গড়াচ্ছে,ততই জমে উঠছে লড়াই। মঙ্গলবার গ্রুপ এ র খেলায় পূর্ব মেদিনীপুরের হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে দুই চব্বিশ পরগনার লড়াইয়ে শুভদীপ পাত্রের হ্যাটট্রিকের দৌলতে দক্ষিণ চব্বিশ পরগনা ৩-০ গোলে উত্তর চব্বিশ পরগনা কে হারালো। অন্য দিকে, জলপাইগুড়িতে গ্রুপ বি এর খেলায় কালিম্পং ২-১ গোলে মালদা কে হারায়। কালিম্পং এর পক্ষে জোসেফ রাই ও সঙ্গম সুবা গোল দুটি করেন। মালদার একমাত্র গোলটি দেবা মার্ডির।
Powered by Froala Editor