প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল বাংলা। সোমবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে তারা আয়োজক তেলেঙ্গানা কে হারাল ৩-০ গোলে। প্রথমার্ধের ৩৯ মিনিটে রবি হাঁসদা গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধেরই সংযোজিত সময়ে নরহরি শ্রেষ্ঠা ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে তাঁর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। ম্যান অফ দ্যা ম্যাচ হন বাংলার রবিলাল মান্ডি। দলের কোচ সঞ্জয় সেন দলের এই জয়ের ধারা অব্যাহত রাখায় খুশি।
Powered by Froala Editor