Search

Suggested keywords:

জিতলো ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড

জিতলো ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড

তৃতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে টাউন ক্লাব ও বালি প্রতিভা ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়।

চতুর্থ ডিভিশনের খেলায় দেশবন্ধু পার্কে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব ৪-০ গোলে হারালো স্পোর্টিং ইউনিয়ন ক্লাব কে। বিজয়ী দলের পক্ষে রাম হেমব্রম দুটি, মৃণাল হালদার ও সুজয় ঘোষ গোল করেন। এই ডিভিশনের অন্য দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

পঞ্চম ডিভিশনের পাঁচটি ম্যাচই পরিত্যক্ত হয়।

Powered by Froala Editor