Search

Suggested keywords:

ডার্বি জয়ের পরে ধাক্কা লাল হলুদ শিবিরে

ডার্বি জয়ের পরে ধাক্কা লাল হলুদ শিবিরে

কলকাতা ফুটবলের সেই অতীতের ছবি ফিরে এলো। ইস্টবেঙ্গলকে ডার্বি ম্যাচ জেতার পরের খেলায় পয়েন্ট নষ্ট করা। তাই হল মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে।           ইস্টবেঙ্গল গোলশূন্য ভাবে খেলা শেষ করল বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস ক্লাবের সঙ্গে। লাল হলুদ কোচ বিনো জর্জ প্রথমে গত ম্যাচের বেশ কয়েকজনকে খেলান নি। গোলরক্ষক দেবজিত মজুমদার না খেলিয়ে আদিত্য পাত্রকে প্রথম একাদশে রাখেন। সায়ন ব্যানার্জীকে পরে নামিয়েও কোনও পরিবর্তন আসে নি। হীরা মণ্ডল গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। কাস্টমসের খেলোয়াড়রা মাঝে মধ্যে আক্রমণ গড়ে তুলে সফল হন নি। 

ইস্টবেঙ্গলকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।

Powered by Froala Editor