সন্তোষ ট্রফির বাছাই পর্বের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাংলার। আর এই প্রস্তুতির অঙ্গ হিসেবে সোমবার এক প্রস্তুতি ম্যাচ খেলল ক্যালকাটা ইউনিভার্সিটির বিরুদ্ধে। এদিন বাসুদেব মান্ডির গোলে ১-০ গোলে জিতল বাংলা। কোচ সঞ্জয় সেন জানালেন, প্রস্তুতি ম্যাচে ফলাফল টা বড় কথা নয়, দলের ছোট খাটো ভুল ভ্রান্তি, সমস্যা গুলো দেখে নেওয়া যায়। প্রসঙ্গত, এর আগে আই লিগের ক্লাব ইন্টার কাশীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলা।
Powered by Froala Editor