প্রথম ডিভিশনের খেলায় কোন্নগরে সাবার্বান ক্লাব ৪-০ গোলে হারালো ডালহৌসি ক্লাব কে হারায়। রাহুল পাল দুটি, রাজাক আলি ও সমীর বেসরা গোল করেন।
রানাঘাট স্টেডিয়ামে ঐক্য সম্মিলনী ১-০ গোলে হারালো সালকিয়া ফ্রেন্ডস কে হারায়। একমাত্র গোলটি করেন শুভজিত সর্দার।
কাকিনারা মাঠে সেল ও বেঙ্গল ফুটবল আকাদেমি এর মধ্যে খেলাটি ১-১ গোলে ড্র করেছে। সেলের হয়ে পুষ্কর দাস ও বি এফ এর হয়ে তনবির দে গোল করেন।
বারাকপুর স্টেডিয়ামে বেলঘরিয়া এসি ১-০ গোলে চাঁদনী স্পোর্টিং ক্লাব কে হারায়।
Powered by Froala Editor
Related posts
আইএফএ ও মনিপাল হাসপাতালের যৌথ উদ্যোগ, রেফারিদের সি পি আর প্রশিক্ষণ
3 May, 2025
1 mins read
Anirban Roy Sarkar