Search

Suggested keywords:

আইএফএ ও মনিপাল হাসপাতালের যৌথ উদ্যোগ, রেফারিদের সি পি আর প্রশিক্ষণ

আইএফএ ও মনিপাল হাসপাতালের যৌথ উদ্যোগ, রেফারিদের সি পি আর প্রশিক্ষণ

ফুটবল মাঠে শারীরিক সংঘর্ষে আহত হওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে। প্রাণহানির নজিরও বিরল নয়। এই ধরনের আপদকালীন অবস্থায় জরুরি ভিত্তিতে  ফুটবলারদের প্রাথমিক শুশ্রূষার জন্য সিপিআর দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হল রেফারিদের। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ ও মনিপাল হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় রেফারিদের হাতে কলমে সি পি আর প্রশিক্ষণ দেন মনিপাল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রসঙ্গত,মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ ফুটবলার ও রেফারিদের জন্য প্রিভিলেজ কার্ডে আনতে চলেছে। শনিবার এই কর্মশালায় উপস্থিত ছিলেন মনিপাল হাসপাতাল কলকাতার জেনারেল ম্যানেজার অনিরুদ্ধ মুখার্জী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রবীর চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সোমা চক্রবর্তী, অভিক চক্রবর্তী, স্মিথ ব্যানার্জী, ই সি জি টেকনিশিয়ান লিপিকা হালদার, প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দী, দিপেন্দু বিশ্বাস, রহিম নবি, আইএফএর এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, সি ই ও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়। সি পি আর প্রশিক্ষণ দেন ইমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ড. রাজা মজুমদার ও ড . সুব্রত সরকার।


ড . রবিন চক্রবর্তী কার্ডিয়াক বিশেষজ্ঞ


Powered by Froala Editor