Search

Suggested keywords:

জিতল জর্জ, ভবানীপুর, ক্যালকাটা পুলিশ

জিতল জর্জ,  ভবানীপুর, ক্যালকাটা পুলিশ

প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে জিতল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। মঙ্গলবার   বারাকপুর স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারালো ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাব কে। জর্জের পক্ষে রাজেশ ওরাও এবং রাকেশ কর্মকার এবং ইস্টার্ন রেলের হয়ে গোলটি  নাসিরউদ্দিন মোল্লার। কল্যানী স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব ১-০ গোলে হারিয়েছে পুলিশ এসি কে। একমাত্র গোলটি করেন সমীর বায়েন। চুঁচুড়া স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব ২-০ গোলের ব্যবধানে জিতল আসস রেনবোর বিরুদ্ধে। ভবানীপুরের গোল দুটি আবু বকর দিলশাদ ও জিতেন মুর্মুর।

Powered by Froala Editor