আবারও জয় ডায়মন্ড হারবারের। শুক্রবার বিধান নগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে তারা ২-১ গোলের ব্যবধানে ওয়ারি এসি কে হারায়। ডায়মন্ডের হয়ে গোল করেন গিরিক মহেশ খোসলা ও নর হরি শ্রেষ্ঠ। ওয়ারির গোলটি শারুক রহমানের।
জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো ভবানিপুর। বারাকপুর স্টেডিয়ামে তারা ক্যালকাটা পুলিসকে আত্মঘাতী গোলে ১-০ গোলে হারালো।
চুঁচুড়া ইস্টার্ন মাঠে পিয়ারলেস এস সি ১-০ গোলে হারায় কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন কে। গোল করেন নংসেইজ।
নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস বাবুন সিংয়ের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে।
Powered by Froala Editor