কন্যাশ্রী কাপ প্রিমিয়র এ ডিভিশনের খেলায় শনিবার নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘ ৬-০ গোলে হারালো চাঁদনী স্পোর্টিং ক্লাবকে। সুরুচির পক্ষে জোড়া গোল সিঙ্গো মুর্মুর। অন্য ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে শ্রীভূমি এফ সি ২-০ গোলে এস এস বি’কে হারায়। শ্রীভূমির পক্ষে মমতা হাঁসদা ও সুজাতা মাহাতো গোল দুটি করেন। পক্ষান্তরে এস এস বি’র গোলটি সুনীতা মুণ্ডার। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সাদার্ন সমিতি ২-০ গোলে হারালো দীপ্তি সংঘকে। ইপ্সিতা রাউত ও তুলসী হেমব্রম সাদার্ন সমিতির পক্ষে গোল দুটি করেন।
Powered by Froala Editor