চতুর্থ ডিভিশনে বিধাননগর ২ মাঠে মৈত্রী সংঘ ৫-০গোলে হারিয়েছে নিবেদিতা ক্লাবকে হারিয়েছে। মৈত্রীর হয়ে গোল করেন সুরজিৎ মান্ডি দুটি, মির ওয়াসিম,কিশোর কুমার মুর্মু ও সুদীপ রায়। গ্রীয়ার মাঠে বেনিয়াপুকুর ইনস্টিটিউট ১-০ গোলে ওয়াই এম সি এ (কলেজ স্ট্রিট)কে হারায়। শুভদীপ মুখার্জী একমাত্র গোলটি করেন। রেঞ্জার্স মাঠে উত্তরপাড়া এস সি ১-০ গোলে হারিয়েছে। জয় সূচক গোলটি পবিত্র মান্ডির। এইচ বি ব্লক মাঠে ইন্টারন্যাশনাল ক্লাব ২-১ গোলে যাদবপুর অগ্রগামী কে হারায়। ইন্টারন্যাশনালের হয়ে মেঘনাথ হাঁসদা জোড়া গোল করেন। যাদবপুরের গোলটি রিক অধিকারীর।
ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে ওয়েস্ট বেঙ্গল এসোসিয়েশন অব দ্যা ডেফ ও বেহালা ইউথের মধ্যে খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয়।
তৃতীয় ডিভিশনে ওয়াই এম সি এ মাঠে টাউন ক্লাব ৪-১ গোলে সোনালী শিবির এ সি কে হারিয়েছে। টাউনের হয়ে বিয়াসা মান্ডি হ্যাটট্রিক করেন,অন্য গোলটি অঙ্কিত মজুমদারের। টাউন মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ২-১ গোলে বার্নপুর ইউনাইটেড ক্লাবে হারিয়েছে। শ্যামবাজারের পক্ষে তুষার ঘোষ জোড়া গোল করেন। বার্নপুরের একমাত্র গোলটি উজ্বল হেমব্রমের। বিজি প্রেস মাঠে বালি প্রতিভা ক্লাব ২-১ গোলে বেতোর এস সি কে হারিয়েছে। বালির হয়ে সোনু ও শান্তনু পাল গোল করেন।অন্য দিকে বেতরের গোলটি অয়ন ঘোষের। পুলিশ মাঠে জেফা যাদবপুর এসোসিয়েশন ১-০ গোলে বাটা এস সি কে হারিয়েছে। জেফার গোলটি অয়ন সাহার।
ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে ওয়েস্ট বেঙ্গল এসোসিয়েশন অব দ্যা ডেফ ও বেহালা ইউথের মধ্যে খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয়।
Powered by Froala Editor