তৃতীয় ডিভিশনের খেলায় গঙ্গাধরপুর মাঠে আলিপুর স্পোর্টিং ও বালি দেশবন্ধু হাওড়া মানিকতলার খেলাটি ১-১ গোলে শেষ হয়। আরিয়াদহ মাঠে গ্রিয়ার এস সি এবং মনোহর পুকুর মিলন সমিতির খেলা ৩-৩ গোলে শেষ হয়। গ্রীয়ারের জিত হাঁসদা দুটি ও অভি মালিক গোল করেন। মিলন সমিতির ঋত্বিক দেবনাথ, বিকাশ মাহাতো ও ইমরান মোল্লা গোল করেন। পায়রাডাঙায় কুমোরটুলি ইনস্টিটিউট ও কালীঘাট ক্লাবের খেলাটি ১-১ গোলে শেষ হয়। কুমোরটুলির মানস পন্ডিত ও কালীঘাটের রোহিত পাসোয়ান গোল করেন বি আর আম্বেদকর মাঠে ক্যালকাটা জিমখানা সাগর মন্ডলের গোলে ১-০ ব্যবধানে গড়লগাছা এস সি কে হারায়। বিধাননগর টু মাঠে ট্যাংরা এফ সি এমুজি কাশিপুর সরস্বতী ক্লাবকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। ট্যাংরা এফসির হয়ে জয়ন্ত মুদি দুটি ও সৌমদীপ দাস গোল করেন।
Powered by Froala Editor