Search

Suggested keywords:

প্রিমিয়ারে জিতল কাস্টমস জর্জ, ড্র পুলিস, রেনবোর

প্রিমিয়ারে জিতল কাস্টমস  জর্জ, ড্র পুলিস, রেনবোর

শুক্রবার প্রিমিয়ার ডিভিশনের খেলায়  উলুবেড়িয়া স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব ২-০ গোলে ক্যালকাটা পুলিশ ক্লাবকে হারিয়েছে।  গোল করেছেন রবি হাঁসদা ও ডেভিড লালচুয়ামা। কল্যানী স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব রাকেশ কর্মকারের গোলে ১-০ ব্যবধানে হারায় টালিগঞ্জ অগ্রগামী কে। অন্য দিকে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে পুলিশ এসি ও অ্যাসোস রেনবো এসির খেলাটি ৩-৩ গোলে শেষ হয়। পুলিশ এসির হয়ে বসন্ত সিং, হেমন্ত সোরেন ও ফয়সাল আলি গোল করেন। পক্ষান্তরে রেনবোর হয়ে রাজন বর্মন, ছান মিত্রে থামা ও এঞ্জামুল হক গোল করেন।


Powered by Froala Editor