Search

Suggested keywords:

রাজ্যের বিভিন্ন জেলায় চলছে আন্ত জেলা ফুটবল

রাজ্যের বিভিন্ন জেলায় চলছে আন্ত জেলা ফুটবল

প্রতিভা অন্বেষণের লক্ষ্যে রাজ্য সরকারের ক্রীড়া দফতর ও আইএফএর যৌথ উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব চোদ্দ আন্ত জেলা ফুটবল চলছে রাজ্যের বিভিন্ন জেলায়।

সোমবার গ্রুপ এ র খেলায়  হুগলী তে দক্ষিণ চব্বিশ পরগনা ২-১ গোলে হুগলি কে হারায় । গ্রুপ সি র ম্যাচে বাঁকুড়ায় বাঁকুড়া ৫-২ গোলে মানভুম কে হারায়। গ্রুপ ডি এর খেলায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে পূর্ব মেদিনীপুর ১-০ গোলে মেদিনীপুর এর বিরুদ্ধে জয়লাভ করে। মালদায় গ্রুপ এফ খেলায় মালদা ২-০ গোলে উত্তর দিনাজপুর এর বিরুদ্ধে জয় লাভ করে। জলপাইগুড়িতে গ্রুপ এইচের খেলায় কোচবিহার ২-১ গোলে জলপাইগুড়ি কে হারায়।

Powered by Froala Editor