প্রিমিয়ার ডিভিশন এ জিতল রেলওয়ে এফসি। শুক্রবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে তারা জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব কে ৩-১ গোলে হারালো। রেলের হয়ে গোল করেন মিঠুন সাহা,আকাশ সাউ ও মহম্মদ সারকিন আলম। জর্জের গোলটি রাজেন ওরাও এর।
অন্য দিকে নৈহাটি স্টেডিয়ামে আসোস রেনবো এসি ২-১ গোলে হারালো পিয়ারলেস এস সি কে। রেনবোর হয়ে সাবিথ সত্যেন ও এনজামুল হক গোল করেন। পিয়ারলেসের একমাত্র গোলটি করেন,Arlangsy Nongsiej.
Powered by Froala Editor
Related posts
তৃতীয় ডিভিশনের খেলায় বালি দেশবন্ধু এইচ এম এস এ এর জয়
24 August, 2024
1 mins read
Anirban Roy Sarkar