Search

Suggested keywords:

প্রিমিয়ার ডিভিশনে অন্য দুটি ম্যাচই ড্র

প্রিমিয়ার ডিভিশনে অন্য দুটি ম্যাচই ড্র

প্রিমিয়ার ডিভিশনে বৃহস্পতিবার অন্য দুটি ম্যাচই ড্র হয়। কল্যানী স্টেডিয়ামে মেসার্স ক্লাব ও বিএস এস স্পোর্টিং ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। মেসার্সের হয়ে  সৌমিত্র কুমার দে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বিএস এস এর মহম্মদ আমিরুল দল কে গোল করে সমতায় ফেরান।

 বারাকপুর স্টেডিয়ামে খিদিরপুর এস সি  ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়।

প্রথম ডিভিশনের খেলায় বৃহস্পতিবার মাকরদহ ইউনিয়ন মাঠে   বরিশা স্পোর্টিং ক্লাব সুরজিৎ ঘোশের গোলে ১-০ ব্যবধানে  বেলঘরিয়া এসি কে হারায়। উলুবেড়িয়া স্টেডিয়ামে মহামেডান এসি ১-০ গোলে সেইল কে হারায়। বাঁশবেড়িয়ায় ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ১-০ গোলে মিলন বীথি কে হারায়। একমাত্র গোলটি মুরসলীন মোল্লার। খরদহ স্টেডিয়ামে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি ২-২ গোলে ইয়ং কর্নারের সঙ্গে ড্র করে। বি এফ এর হয়ে জোড়া গোল করেন অনিশ ওরাও এবং ইয়ং কর্নারের গোল করেন শর্মা মুর্মু ও অমিত মন্ডল। কোন্নগর স্টেডিয়ামে  চাঁদনী এস সি ১-০  অনুশীলনীর বিরুদ্ধে জিতল। জয় সূচক গোল রাহুল মুর্মুর। শ্রীরামপুর মাঠে  বি এন আর ১-০ গোলে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব কে হারায়। গোল করেন ভারত আহুজা।

অন্যদিকে পঞ্চম ডিভিশন গ্রুপ এ র খেলায় হাই কোর্ট মাঠে গ্রীন পার্ক এস সি ২-২ গোলে বেনিয়াটোলা ক্লাবের সঙ্গে ড্র করে। গ্রিন পার্কের হয়ে মাসুদ জোড়া গোল করেন। বেনিয়াটোলার  গোল করেন অজয় মুর্মু  ও বিশ্বজিৎ রাজ ।

তালতলা মাঠে চেতলা অগ্রণী ক্লাব ৫-০ গোলে হোয়াইট বর্ডার ক্লাব কে হারায়। চেতলার অরিত্র পাত্র, আবলানি বাজু, রানা হালদার, সুমন রায়, শশী মন্ডল গোল করেন। টাউন মাঠে তারা ফ্রেন্ডস ক্লাব ২-১ গোলে মার্কাস এসসি কে হারায়। তারার হয়ে তামিম ও জুনেদ গোল করেন। মার্কাসের গোলটি প্রেম কুমার বেরার। বিজি প্রেস মাঠে ক্যালকাটা ইউনাইটেড ক্লাব ৩-২ গোলে  সুভাষদ্বীপ ক্লাবকে হারায়। ক্যালকাটা র পক্ষে বিজয় শীল ও স্নেহাশীষ দাস জোড়া গোল করেন। অন্য দিকে  সুভাষদীপ এস সি র তন্ময় মাজি ও সায়ন পাখিরা গোল করেন।

Powered by Froala Editor