Search

Suggested keywords:

বাংলা ফুটবলের সাফল্য আরও বৃদ্ধি করাই লক্ষ: অর্চিষ্মান

বাংলা ফুটবলের সাফল্য আরও বৃদ্ধি করাই লক্ষ: অর্চিষ্মান

বাংলার কোচ নির্বাচিত হওয়ায় আমি খুশি।  বাংলার কোচ হওয়া গর্বের বিষয়। আইএফএ কে ধন্যবাদ, কোচেস কমিটিকে ধন্যবাদ তাঁরা জেলায় জেলায় ট্রায়াল করে প্রতিভা খুঁজে বের করার কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে রেখেছেন। বাংলায় প্রতিভার অভাব নেই বলে আমি বিশ্বাস করি। আগামী একটা মাস রয়েছে প্রস্তুতির জন্য। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই বছরটা বাংলা ফুটবল  সাফল্যের সরণিতে রয়েছে। জাতীয় জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন, জাতীয় গেমসে মেয়েদের ব্রোঞ্জ জয়, সবার ওপরে সঞ্জয় দার কোচিংএ বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। আমার ওপর প্রত্যাশার চাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। আমি আপ্রান চেষ্টা করবো সঞ্জয়দা যে মাইল ফলক স্থাপন করেছেন  বাংলাকে চ্যাম্পিয়ন করে তাতে আর একটা পালক সংযোজন করার।


Powered by Froala Editor