দ্বিতীয় ডিভিশনের খেলায় বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে বিধাননগর এম এস এ ২-০ গোলে জোড়াবাগান কে হারায়। বিধাননগরের গোল দুটি করেন বরুণ মুর্মু ও সুজয় বেসরা।
দেশবন্ধু পার্কে ভিক্টোরিয়া এসসি বুবাই সর্দারের একমাত্র গোলে হারালো রাজস্থান ক্লাব কে।
গয়েশপুরে মৌরী এসসি ৩-১ গোলে হারালো তালতলা ইনস্টিটিউট কে। মৌরীর হয়ে আবু রহমান মোল্লা দুটি ও অঙ্গদ মল্লিক গোল করেন। অন্য দিকে তালতলার গোলটি জামিল আখতার গায়েনের।
Powered by Froala Editor