Search

Suggested keywords:

বিশাল জয় মোহনবাগানের, জিতল ইস্টবেঙ্গল

বিশাল জয় মোহনবাগানের, জিতল ইস্টবেঙ্গল

প্রিমিয়ার ডিভিশন এর খেলায় রবিবার ইস্টবেঙ্গল   এরিয়ান মাঠে ইস্টবেঙ্গল ২-১ গোলে পিয়ারলেস এস সি কে হারাল। ইস্টবেঙ্গলের হয়ে মহম্মদ আশিক ও জেসিন টিকে গোল করেন। অন্য দিকে পিয়ারলেসের একমাত্র গোলটি চাইনের। গতকাল  বৃষ্টির কারণে এই ম্যাচ টি পরিত্যক্ত হয়েছিল।

ব্যারাকপুরের স্টেডিয়ামে মোহনবাগান ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারালো রেলওয়ে এফসি কে।  মোহনবাগানের হয়ে সেরটো কম ও সালাউদ্দিন দুজনেই জোড়া গোল করেন, এছাড়াও আদিল,রবি বাহাদুর রানা, উত্তম হাঁসদা ও তপন হালদার গোল করেন। রেলের গোলটি রাহুল হালদারের।


Powered by Froala Editor