প্রিমিয়ার ডিভিশনের গুরুত্বপূর্ন ম্যাচে সুরুচি সংঘের সঙ্গে ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব। গত বৃহস্পতিবার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নৈহাটি স্টেডিয়ামে। বিরতি পর্যন্ত সুরুচি সংঘ ২-১ গোলে এগিয়ে ছিল। সুরুচির হয়ে গোল করে ছিলেন আবু সুফিয়ান শেখ ও জয়দীপ সিং। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ব্যবধান কমান বামিয়া সামাদ। কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে ম্যাচ টি আর চালানো যায়নি। আজ পরবর্তী অংশের খেলা হয়। এদিনের খেলায় মহামেডানের ভান লালথানকিমা গোল করে সমতায় ফেরান দলকে। শেষ পর্যন্ত খেলাটি ২-২ গোলেই শেষ হয়।
Powered by Froala Editor