প্রথম ডিভিশনের খেলায় খরদহ স্টেডিয়ামে সালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৩-১ গোলে হারিয়েছে ক্যালকাটা ফুটবল ক্লাবকে। সালকিয়ার গোল করেন অভিজিৎ মারিক, কুণাল পাসোয়ান ও সনাতন হাঁসদা। সি এফ সির গোলটি নাজিবুল হোসেন পিয়াদার। বাঁশবেরিয়ায় ঐক্য সম্মিলনী ৪-০ গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সি কে হারায়। ঐক্যর পক্ষে নরেন মুন্ডার হ্যাটট্রিক ও অন্য গোলটি সারিকুল মোল্লার। কামালগাজীতে সিটি এসি ৫-০ গোলে হারালো এফ সি আই ( ইস্ট জোন) কে। সিটির অনুপ সিং দুটি অনু প্রসাদ বাসকে,প্রলয় বিশ্বাস ও রোশন ছেত্রী গোল করেন। কোন্নগর স্টেডিয়ামে অ্যাডামস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি ২- ১ গোলে হারালো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব কে। অ্যাডামাসের মিংমা শেরপা ও অনুজ দাস এবং ইউনিটেড কলকাতার হয়ে seivanglen Mate গোল করেন। শ্রীরামপুরে উত্তরপল্লী মিলন সংঘ ৫-১ গোলের বড় ব্যবধানে জিতল হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে। উত্তরপল্লীর হয়ে উত্তম রাজভর দুটি,শিব শঙ্কর কুজুর, রাহুল বাগ ও সুরজিৎ দত্ত গোল করেন এবং হাওড়ার গোলটি দীপায়ন সমন্তের। কল্যানী বি 3 মাঠে তালতলা একতা সংঘ ৩-১ গোলে ডালহৌসি এসি কে হারিয়েছে। তালতলার গোল তমস হেমব্রম , সোনু রাজভর ও রাকেশ গোলদারের এবং ডালহৌসির গোলটি অরিজিৎ হালদারের।
Powered by Froala Editor