দ্বিতীয় ডিভিশনের খেলায় ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে মৌরী এস সি ১-০ গোলে ইউনাইটেড স্টুডেন্টস কে হারিয়েছে। একমাত্র গোলটি করেন জানে আলম লস্কর। গ্রিয়ার মাঠে সাদার্ন এসি ১-০ গোলে ভিক্টোরিয়া এস সি কে হারায়। গোল করেন এস কে আবদুল্লা।তালতলা মাঠে রাজস্থান ক্লাব ও জোড়াবাগান ক্লাবের খেলাটি ১-১ গোলে শেষ হয়। রাজস্থানের পক্ষে গোল করেন রাকেশ গায়েন। জোড়াবাগানের হয়ে গোলটি বিশ্বজিৎ মালের। পুলিশ মাঠে মুসলিম ইনস্টিটিউট ১-০ গোলে রামকৃষ্ণ এসসি কে হারায়। জয়সূচক গোলটি করেন সামিরউদ্দিন রায়াল। ওয়াই এম সি এ মাঠে কোল ইন্ডিয়া এস পি এ ২-০ গোলে তালতলা ইনস্টিটিউট কে পরাজিত করে। কোল ইন্ডিয়ার পক্ষে গোল করেন জিদান সর্দার ও মহম্মদ তোফায়েত। বিজি প্রেস মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস আকাদেমি ও সোনারপুর ওয়াই এম এস এর খেলাটি গোলশূন্য শেষ হয়।
এইচ বি মাঠে চতুর্থ ডিভিশনের খেলায় বেহালা এ এস এ ২-০ গোলে পাইকপাড়া এস সি কে হারিয়েছে। বেহালার পক্ষে গোল করেন প্রেম বাল্মীকি ও ভীম হাঁসদা। অন্য দিকে পাইকপাড়ার গোলটি রাহুল সিংয়ের।
Powered by Froala Editor