সাত বছর পরে সন্তোষ ট্রফি এসেছে বাংলায়। স্বভাবতই উচ্ছ্বাসের ঢল নেমেছে। চারিদিকে চলছে সংবর্ধনার আয়োজন। বৃহস্পতিবার বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল সংবর্ধিত করলো বাংলা দলকে। আয়োজকদের তরফে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় ফুটবলারদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সহ সচিব সুদেষ্ণা মুখার্জী, মহম্মদ জামাল,এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
Powered by Froala Editor
Related posts
প্রথম ডিভিশনে ডালহাউসি এসির জয়, তৃতীয় ডিভিশনে মনোহর পুকুর মিলন সমিতির জয়
11 August, 2024
1 mins read
Anirban Roy Sarkar