দুদিন আগেই বাছাই পর্বে গ্রুপ সি তে অপরাজিত ভাবে শীর্ষে থেকে মূল পর্বের ছাড়পত্র পেয়েছে বাংলা। এবার মূল পর্বের ক্রীড়াসূচী ঘোষিত হল। মূল পর্বে গ্রুপ এ তে বাংলার সঙ্গে রয়েছে তেলেঙ্গানা, রাজস্থান মনিপুর, সার্ভিসেস ও গ্রুপ এ র বিজয়ী দল। ১৪ ডিসেম্বর বাংলা প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাছাই পর্বের গ্রুপ এ র বিজয়ী দলের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে বাংলার মুখোমুখি হবে আয়োজক তেলেঙ্গানা। খেলা হবে ১৬ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর রাজস্থান এর বিরুদ্ধে খেলবে বাংলা।২১ ডিসেম্বর পরবর্তী ম্যাচে বাংলা মুখোমুখি হবে মণিপুরের। গ্রুপ লিগের শেষ ম্যাচে ২৩ ডিসেম্বর বাংলার সামনে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস। খেলা গুলি অনুষ্ঠিত হবে তেলেঙ্গানার হায়দ্রাবাদে।
Powered by Froala Editor