Search

Suggested keywords:

স্কুল ফুটবলে বড় পদক্ষেপ, শুরু হতে চলেছে সুপ্রিম কাপ

স্কুল ফুটবলে বড় পদক্ষেপ, শুরু হতে চলেছে সুপ্রিম কাপ

আইএফএ ও সুপ্রিম নলেজ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে ইন্টার স্কুল স্টেট চ্যাম্পিয়নশিপ। বুধবার এই বিষয়ে দুই সংস্থার মধ্যে মৌ চুক্তি সাক্ষরিত হয়। অনূর্ধ্ব চোদ্দ এই টুর্নামেন্টে রাজ্যের প্রতিটি জেলা থেকে জেলা ক্রীড়া সংস্থার বেছে নেওয়া আটটি স্কুলকে নিয়ে প্রথমে জেলা স্তরে খেলা, সফল স্কুল গুলিকে নিয়ে বিভিন্ন জেলা ভিত্তিক খেলা এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলা কলকাতায় অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান আগামী মাসের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট শুরু হবে। প্রতিভা চয়নের জন্য স্কাউট থাকবে। সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডঃ সৌম্য গুহমল্লিক জানান আইএফএ-র সঙ্গে স্কুল ফুটবলের এই প্রকল্পে সামিল হতে পেরে তারা গর্বিত। এই প্রকল্প আগামী দিনে ফুটবল প্রতিভা তুলে আনার ক্ষেত্রে সহায়ক হবে।এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম নলেজ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ড.  সৌম্য গুহ মল্লিক ও ভাইস প্রেসিডেন্ট দেবেশি গুহ মল্লিক,আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল,এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।


Powered by Froala Editor