Search

Suggested keywords:

আইএফএ’র চার সহ-সচিব নির্বাচিত

আইএফএ’র চার সহ-সচিব নির্বাচিত

আই এফ এ’র সহ-সচিব পদে নির্বাচন হয়ে গেল। মঙ্গলবার আইএফএ অফিসে গভর্নিং বডির সভায় সহ-সচিব নির্বাচন অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির ৪৪ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সহ-সচিব পদে নির্বাচিত হলেন বিশ্বজিৎ ভাদুড়ী, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জি ও রাকেশ ঝাঁ। উল্লেখ্য, বিশ্বজিৎ ভাদুড়ী বর্তমানে সংস্থার সহ-সভাপতি পদে ছিলেন ও রাকেশ ঝাঁ সহ-সচিব পদে পুনর্নির্বাচিত হলেন। সভায় গভর্নিং বডির বর্ষীয়ান সদস্য প্রদীপ কুমার বসু এই চার জনের নাম প্রস্তাব করেন।  আর কোনও নাম প্রস্তাবিত না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই চারজন সহ-সচিব নির্বাচিত হলেন। দায়িত্ব নেওয়ার পর চারজন নবর্নির্বাচিত সহ-সচিব বাংলা ফুটবলের উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন। 

Powered by Froala Editor