রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ র একশ একত্রিশ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গেল পার্ক স্ট্রিটের অভিজাত পার্ক হোটেলে। সভায় আইএফএ র গত আর্থিক বছরের আয় ব্যয়ের হিসেব পেশ করা হয়। আইএফএর গত এক বছরের কার্য কলাপের খতিয়ান সম্বলিত সচিবের অডিও ভিজ্যুয়াল রিপোর্ট পেশ করা হয়। সংস্থার নব নির্বাচিত গভর্নিং বডির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এই সভায় আইএফএর পদাধিকারীরা ছাড়াও ক্লাব, রেফারি, অফিস স্পোর্টস ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Powered by Froala Editor