Search

Suggested keywords:

বড় জয় সিঁথি রাসবিহারী এবিএম-এর

বড় জয় সিঁথি রাসবিহারী এবিএম-এর

চতুর্থ ডিভিশন গ্রুপ এ’র খেলায় শনিবার বড় ব্যবধানে জয় পেল সিঁথি রাসবিহারী এবিএম। সল্টলেক এইচ বি ব্লক  মাঠে তারা ৪-০ গোলের ব্যবধানে হারায় আর টি স্পোর্টিং ক্লাবকে। টাউন  মাঠে  স্পোর্টিং ইউনিয়ন ও বেহালা এএস এ-র মধ্য খেলাটি গোল-শূন্যভাবে শেষ হয়।  অন্যদিকে বিধাননগর-২ মাঠে অরোরা  অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ও পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি ১-১ গোলে অমীমাংশিতভাবে শেষ হয়। ময়দানের তালতলা মাঠে অ্যালবার্ট স্পোর্টিং ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবের মধ্যে খেলাটি পরিত্যাক্ত বলে ঘোষণা করা হয়। 

Powered by Froala Editor