আইএফএর সহ সভাপতি পদে নির্বাচিত হলেন সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস ও দিলীপ নারায়ন সাহা। মঙ্গলবার আইএফএর গভর্নিং বডির প্রথম সভায় তাঁদের নাম প্রস্তাব করেন গভর্নিং বডির সদস্য চন্দন লৌহ। প্রস্তাব সমর্থন করেন শংকর খাঁড়া। সহ সভাপতি পদে আর কোনো নাম প্রস্তাবিত না হওয়ায় তিন জনই সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন। উল্লেখ্য, সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস এই নিয়ে দ্বিতীয়বার সহসভাপতি পদে নির্বাচিত হলেন। নব নির্বাচিত তিন সহ সভাপতিই জানান, ফুটবলের উন্নয়নের স্বার্থে তাঁরা কাজ করবেন।
Powered by Froala Editor