আটকে গেল ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স বি এস এস সির বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়ল ডায়মন্ডের ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধে প্রাধান্য নিয়ে খেলে বি এস এস স্পোর্টিং ক্লাব ১ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের সংযোজিত সময়ে বি এস এস স্পোর্টিং ক্লাবের শুকুরাম সর্দার গোল করে দলকে এগিয়ে দেন। খেলার অন্তিম লগ্নে জবি জাস্টিনের গোলে সমতায় ফেরে ডায়মন্ড হারবার এফসি।কামালগাজিতে আর্মি রেড ও উয়ারী এসির মধ্যে খেলাটি ৩ -৩ গোলে ড্র হয়। আর্মি রেডের পক্ষে গোল করেন সমীর মুর্মু,সাফিল পি পি,রেঙ্গজন লেপসা পক্ষান্তরে ওয়ারীর পক্ষে গোল করেন স্বরূপ দাস, সন্নিক মুর্মু ও নন গৌলাল সিংশিট। নৈহাটি স্টেডিয়ামে এরিয়ান ১ -০ গোলে হারিয়েছে মামনি গ্রুপ পাঠচক্র কে। একমাত্র গোলটি করেন বিশ্বজিৎ মুর্মু।
Powered by Froala Editor