Search

Suggested keywords:

ইউনাইটেড স্টুডেন্টসের জয়, জিতলপাঞ্জাব এস সি, মেইকং,তপন মেমোরিয়াল

ইউনাইটেড স্টুডেন্টসের জয়,  জিতলপাঞ্জাব এস সি, মেইকং,তপন মেমোরিয়াল

দ্বিতীয় ডিভিশনের খেলায় এইচ বি মাঠে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ২-১ গোলে হারালো বিধাননগর এম এস এ কে হারায়। ইউনাইটেডের পক্ষে সুমন গুই  ও শেখ আমানুল হক।বিধাননগরের গোল করেন মোহন বৈরাগী।

তিহুরীয়া মাঠে সোনারপুর ওয়াই এম এস এ  ও নর্থ এন্টালি ইউ টি এসের খেলাটি ১-১ গোলে ড্র হয়। সোনারপুরের হয়ে রাকেশ মালি ও নর্থ ইন্টালির হয়ে অভিজিত বারিক গোল করেন।

দেশবন্ধু পার্কে  কোল ইন্ডিয়া এস পি এ ও ডি মুসলিম ইনস্টিটিউট এর খেলাটি ১-১ গোলে ড্র হয়। কোল ইন্ডিয়ার পক্ষে মহম্মদ তুসলি কুরেশি ও মুসলিমের হয়ে গোল করেন দীপক রায়।


পঞ্চম ডিভিশনের খেলায় তালতলা মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব ১-০ গোলে স্টার স্পোর্টিং ক্লাব কে হারায়। পাঞ্জাবের একমাত্র গোলটি করেন হিমেল মান্ডি।

কাস্টমস মাঠে মেই কং এক্স স্টুডেন্টস ক্লাব ২-১ গোলে যুগশান্তি এস সি কে হারায়। মেই কং এর গোরা চৌধুরী ও অসীম সামন্ত গোল করেন এবং যুগশান্তির হয়ে গোল করেন সত্যজিৎ বিশ্বাস।

হাইকোর্ট মাঠে তপন মেমোরিয়াল ক্লাব ২-১ গোলে নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট কে হারায়। বিজয়ী দলের পক্ষে শেখ আরিয়ান জোড়া গোল করেন। গুরুদাসের গোলটি করেন সানি সাউ।


Powered by Froala Editor