Search

Suggested keywords:

জমে উঠেছে পঞ্চম ডিভিশনের লড়াই

জমে উঠেছে পঞ্চম ডিভিশনের লড়াই

পঞ্চম ডিভিশন গ্রুপ এ র খেলায় হাই কোর্ট মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব ১-০ গোলে হারালো ক্যালকাটা পার্সি ক্লাবকে। গোল করেন প্রশান্ত মন্ডল।গ্রিয়ার মাঠে বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন ১-০ গোলে তপন মেমোরিয়াল কে হারায়। গোল করেন অভিজিৎ বিশ্বাস। টাউন মাঠে নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট ৩-০ গোলে হারালো মে কং এক্স স্টুডেন্টস কে। সায়ন দলই জোড়া গোল ও আনিসুর রহমান গোল করেন। বিজি প্রেস মাঠে স্টার স্পোর্টিং ক্লাব ও যুগশান্তি এস সি র মধ্যে খেলাটি গোলশূন্য শেষ হয়।

Powered by Froala Editor