Search

Suggested keywords:

প্রতিভার খোঁজে আই এফএর ট্রায়াল শুরু জেলায়

প্রতিভার খোঁজে আই এফএর ট্রায়াল শুরু জেলায়

আসন্ন স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবলে বাংলা দল গঠনের জন্য রাজ্যের একাধিক জেলায় প্রতিভার খোঁজে ট্রায়াল শুরু হল। সোমবার এই ট্রায়াল অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ও দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর ও  বাঁকুড়ায়। এই ট্রায়ালে স্কাউটর হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ও কোচেরা। কৃষ্ণনগরে উপস্থিত ছিলেন নাসির আহমেদ ও সুবীর নস্কর। জলপাইগুড়িতে ছিলেন দীপঙ্কর বিশ্বাস ও অমিত ঘোষ। বাঁকুড়ায় ছিলেন স্বরূপ দাস।


Powered by Froala Editor