আসন্ন স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবলে বাংলা দল গঠনের জন্য রাজ্যের একাধিক জেলায় প্রতিভার খোঁজে ট্রায়াল শুরু হল। সোমবার এই ট্রায়াল অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ও দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর ও বাঁকুড়ায়। এই ট্রায়ালে স্কাউটর হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ও কোচেরা। কৃষ্ণনগরে উপস্থিত ছিলেন নাসির আহমেদ ও সুবীর নস্কর। জলপাইগুড়িতে ছিলেন দীপঙ্কর বিশ্বাস ও অমিত ঘোষ। বাঁকুড়ায় ছিলেন স্বরূপ দাস।
Powered by Froala Editor
Related posts
Bengal Reclaims Glory: Santosh Trophy Champions After 6 Years
31 December, 2024
1 mins read
Swapnava Mallick