সাব জুনিয়র মহিলা জাতীয় ফুটবলে প্রথম ম্যাচেই জয় বাংলার মেয়েদের। মঙ্গলবার বহরমপুরে তারা দিল্লিকে হারালো ৪-০ গোলে। এদিন প্রথমার্ধে বাংলা এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। বাংলার পক্ষে গোল করেন অন্তরা দলুই, অন্তরা রায়, মৌসুমী খাতুন ও সায়নী চক্রবর্তী। বাংলার পরের ম্যাচ বৃহস্পতিবার অসমের বিপক্ষে।
Powered by Froala Editor
Related posts
মৈত্রী সংঘ, উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব, যাদবপুর অগ্রগামী,অ্যালবার্ট এস সি,বেহালা এ এস এ, গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এর জয়
10 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar