Search

Suggested keywords:

প্রথম ম্যাচে জয় বাংলার মেয়েদের

প্রথম ম্যাচে জয় বাংলার মেয়েদের

সাব জুনিয়র মহিলা জাতীয় ফুটবলে প্রথম ম্যাচেই জয় বাংলার মেয়েদের। মঙ্গলবার বহরমপুরে তারা দিল্লিকে হারালো ৪-০ গোলে। এদিন প্রথমার্ধে বাংলা এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। বাংলার পক্ষে গোল করেন অন্তরা দলুই, অন্তরা রায়, মৌসুমী খাতুন ও সায়নী চক্রবর্তী। বাংলার পরের ম্যাচ বৃহস্পতিবার অসমের বিপক্ষে।

Powered by Froala Editor