দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল বাংলা অনূর্ধ্ব আঠারোর ছেলেরা। বিহারের বেগুসরাইয়ে খেলো ইন্ডিয়া গেমসে বৃহস্পতিবার তারা ৬-০ গোলে হারালো চন্ডিগড় কে। বাংলার ইরফান সর্দার চারটি , আমন যাদব ও জহির হুসেন সর্দার গোল গুলি করেন। এদিন বাংলা দলকে উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন আইএফএর অন্যতম যুগ্ম সহ সচিব রাকেশ ঝাঁ।
Powered by Froala Editor
Related posts
মৈত্রী সংঘ, উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব, যাদবপুর অগ্রগামী,অ্যালবার্ট এস সি,বেহালা এ এস এ, গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এর জয়
10 September, 2024
1 mins read
Anirban Roy Sarkar